ভারতে লঞ্চ হলো জনপ্রিয় স্মার্টওয়াচ নির্মাতা প্রতিষ্ঠান আরবান নিয়ে এলো একটি প্রিমিয়াম স্মার্ট ওয়্যারেবেল ব্র্য়ান্ড। এর আগেও অনেকগুলো স্মার্টওয়াচ এনেছে সংস্থাটি। এবার এলো সংস্থার আরবান ফিট জেড স্মার্টওয়াচ। সংস্থার দাবি, স্মার্টফোনের সেরা বিকল্প হবে এই স্মার্টওয়াচ।
আরবান ফিট জেড স্মার্টওয়াচে এমন সব ফিচার রয়েছে, যা একটি স্মার্টফোনে পাওয়া যায়। ফলে আপনি ফোনের পরিবর্তে এটিকে ব্যবহার করতেই পারেন। এতে স্পিকার এবং মাইকের সঙ্গে ব্লুটুথ কলিংয়ের ফিচার রয়েছে। এছাড়াও দু’টি সেন্সর সহ ইন্টারনাল স্টোরেজ এবং ওয়্যারলেস ইয়ারফোন কানেকশন রয়েছে।
স্মার্টওয়াচে দেওয়া হয়েছে ১.৪ ইঞ্চি সুপার অ্যামোলেড ফ্লুইড এইচডি ডিসপ্লে। এটিতে একটি স্মার্ট অ্যান্টি-গ্লেয়ার স্ক্রিনও রয়েছে। স্মার্টওয়াচটিতে ট্রু ওয়্যারলেজ স্মার্ট স্টোরেজ দেওয়া হয়েছে। এতে SpO2, হার্ডরেট এবং ব্লাড প্রেসার মাপার জন্য একটি ডেডিকেটেড ডুয়াল সেন্সর রয়েছে। ঘড়িটিতে ক্যালোরি বার্ন সহ বেশ কয়েকটি স্পোর্ট মোড এবং ওয়ার্কআউট বৈশিষ্ট্য রয়েছে।
স্মার্টওয়াচটিতে আরও থাকছে ১০০টিরও বেশি ক্লাউড-ভিত্তিক ওয়াচ ফেস দেওয়া হয়েছে। ওয়াচ ফেসগুলি ১০ দিনের স্ট্যান্ডবাই সময় পায়। এছাড়াও একবার পুরো চার্জ হলে ১০ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই ঘড়িটি।
একটি কালো ও ধূসর সিলিকন এবং ব্রাউন ও ব্ল্যাক ভেগান লেদার স্ট্র্যাপে এসেছে ঘড়িটি। ভারতে আরবান ফিট জেড স্মার্টওয়াচটির দাম থাকছে ৫ হাজার ৯৯৯ টাকা। বাংলাদেশি মুদ্রায় যা পাবেন ৭ হাজার ৭৩৮ টাকায়। সংস্থার অফলাইন আউটলেট এবং ই-কমার্স সাইট অ্যামাজন ও ফ্লিপকার্ট থেকে কেনা যাবে ঘড়িটি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
Discussion about this post