শৌখিন ও অভিজাত ক্রেতাদের অনেকেই জার্মানির বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বেভারিয়ান মোটরস ওয়ার্ক বা বিএমডব্লিউ গাড়ি ব্যবহার করেন। আর তাই ব্যবহারকারীদের চাহিদা মেটাতে বিএমডব্লিউ এক্স১ মডেলের নতুন গাড়ি বাজারে নিয়ে এসেছে এক্সিকিউটিভ মোটরস লিমিটেড।
বিএমডব্লিউ এক্স১ মডেলের গাড়িটি মূলত তৃতীয় প্রজন্মের স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল। আগের মডেলের মতো এ গাড়িতে পেট্রল ও ডিজেল—দুই রকেমর ইঞ্জিনই ব্যবহার করা যায়। রয়েছে ১৮ ইঞ্চি অ্যালয় হুইল, এলইডি টেল-ল্যাম্পসহ আকারে বড় ডিসপ্লে সুবিধা। শুধু তা-ই নয়, গাড়ির পেছনে মালামাল রাখার জায়গাও (বুট স্পেস) অনেক বেশি, ৪৭৬ লিটার।
বিলাসবহুল এই গাড়ি ১.৫ লিটার, ৩ সিলিন্ডার পেট্রল ও ২.০ লিটার, ৪ সিলিন্ডার ডিজেল ইঞ্জিন সংস্করণে পাওয়া যায়। ফলে সংস্করণ ভেদে গাড়ির ইঞ্জিনের হর্সপাওয়ারও আলাদা হয়। বিএমডব্লিউ দাবি, পেট্রল ইঞ্জিনের গাড়িতে ৯.২ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত গতি তোলা সম্ভব।
বিএমডব্লিউ এক্স১ মডেলের গাড়িতে বাম্পার থেকে বাম্পার বিক্রয়োত্তর সুবিধা রয়েছে। ফলে কেনার পর পাঁচ বছর পর্যন্ত গাড়ির রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ এবং মেরামত নিয়ে বাড়তি চিন্তা করতে হয় না। শুধু তা-ই নয়, পথে গাড়ি নষ্ট হলে বিএমডব্লিউয়ের সার্ভিস কার ব্যবহারের সুবিধাও পাওয়া যাবে।
হোয়াটসঅ্যাপের ‘কল লিংকস’ কম্পিউটারে-
মুঠোফোনের পাশাপাশি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারেও ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপের ‘কল লিংকস’ সুবিধা। এরই মধ্যে উইন্ডোজ বেটা সংস্করণ ব্যবহারকারীদের জন্য এ সুবিধা উন্মুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা চালু হলে নির্দিষ্ট ব্যক্তিদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আগে থেকেই অডিও বা ভিডিও কলের লিংক পাঠানোর সুযোগ পাবেন কম্পিউটার ব্যবহারকারীরা। এসব লিংকে ক্লিক করে সরাসরি অডিও বা ভিডিও কলে অংশ নিতে পারবেন আমন্ত্রিত ব্যক্তিরা।
উল্লেখ্য, বর্তমানে মুঠোফোনে হোয়াটসঅ্যাপের কল লিংকস-সুবিধা কাজে লাগিয়ে একসঙ্গে সর্বোচ্চ ৩২ জনকে অডিও বা ভিডিও কলের লিংক পাঠানো যায়। সূত্র: এনডিটিভি
Discussion about this post